চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:—
বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালির বাজার এলাকার চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি ডঃ নয়ন বাঙ্গালী ও কেন্দ্রিয় নেতাদের নামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা শ্রমিক দলের উদ্যাগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী আবু বক্কর সিদ্দীক এর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা শ্রমিক দলের সহ- সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুজন, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন কবির, চৌদ্দগ্রাম সরকারী কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি গাজী ফয়সাল, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল, নাছির, জয়, আকাশ, সজিব, সোহেল, হৃদয় প্রমুখ।