মোঃ আলা উদ্দিন, নাঙ্গলকোট :–
কুমিল্লার নাঙ্গলকোটের কৃষকরা তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিন্তু কৃষি শ্রমিক সংকটের কারনে চাষাবাদ নিয়ে তাদেরকে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে। অন্যদিকে ক্ষেত খামারে বর্তমানে সনাতন পদ্ধতির গরু লাঙ্গল জোয়াল দিয়ে চাষ পদ্ধতি নেই বললেই চলে। তাই আধুনিক পদ্ধতিতে কলের লাঙ্গল (ট্রাক্টর) দিয়ে চলছে জমি চাষাবাদের কার্যক্রম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি রাতেও ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা হচ্ছে। নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে মাধবপুর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৪৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীর জাত ৩৫ হাজার হেক্টর এবং ১০ হাজার হেক্টর জমিতে হাইব্রীড জাতীয় ধানের আবাদ হচ্ছে। নাঙ্গলকোট উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন আমাদের প্রতিবেধক মোঃ আলা উদ্দিনকে জানান, চলতি বোরো মৌসুমে যা লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে বোরো আবাদ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে।