আকবর হোসেন,মনোহরগঞ্জ প্রতিনিধি:–
বৃহস্পতিবার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নে হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমি শুভ উদ্বোধন করা হয়। কুমিল্লা থেকে আগত প্লাবন শিল্পীগোষ্ঠীর পরিচালক আলমগীর হোসাইনের কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মুনাফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলী নকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম মোহাম্মদ ইয়াসিন, সহকারি শিক্ষক শাহজাহান কবির, আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবদুস ছাত্তার ফেরু, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ উল্লাহ্, আলী নোয়াব, আশিয়াদারী প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, আবদুল মজিদ ভূঁইয়া, বাইশগাঁও মডেল একাডেমির অধ্যক্ষ সাইফুল বারী তুহিন প্রমুখ। হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমির লক্ষ্য উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদিন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, লোকমান হোসেন, জয়নাল আবেদিন জনি।এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল্লাহ গাজী, মোস্তফা মেম্বার, মিজানুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, ছাত্র নেতা আনোয়ার হোসেন রুবেল সহ আরো অনেকে । অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য তৌহিদুল ইসলাম সবুজ। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ইসলামী গান পরিবেশন করেন কুমিল্লা থেকে আগত প্লাবন শিল্পীগোষ্ঠী। একাডেমি উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা বাহারুল আলম সিদ্দিকী। অনুষ্ঠানে একাডেমিতে ভর্তি হওয়া সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।