চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি:–
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ কর্তৃক জামায়াতের কেন্দ্রিয় নেতা এ.টি.এম আজহারের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ২ দিনের হরতালের ২য় দিন চৌদ্দগ্রামে মিছিল পিকেটিংয়ের মাধ্যমে পালন করেছে উপজেলা জামায়াত শিবির। বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে দ. জেলা শিবিরের সাহিত্য সম্পাদক আব্দুল কাইউম মানিকের নেতৃত্বে একটি মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সদর শিবিরের সভাপতি শাহাবউদ্দিন পাটোয়ারী, উপজেলা দ. শিবিরের সভাপতি মোঃ মাইন উদ্দিন, উপজেলা সদর শিবিরের সেক্রেটারী মোঃ কপিল উদ্দিন, পৌরসভা শিবিরের সেক্রেটারী রবিউল করিম শামিম, পৌর অর্থ সম্পাদক মমতাজ উদ্দিন শামিম, চৌদ্দগ্রাম কলেজ শিবির সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।