ওমর ফারুকী তাপস :–
প্রাইম ব্যাংক লিমিটেড কুমিল্লা শাখার উদ্যোগে বৃহষ্পতিবার সকালে কুমিল্লা মহানগরীর ছতিপট্টি অজিতগুহ কলেজ মিলনায়তনে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন ব্যাংকের ভিপি মোহাম্মদ ইয়াকুব,ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম,অজিতগুহ কলেজের অধ্যক্ষ আলকাসুর রহমান কোকা,সচেতন নাগরিক কমিটির সভাপতি রোটারিয়ান আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান,শ্রমিকলীগ নেতা মানিক খন্দকার,মাহাবুব হোসেন সেলিম।