আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:—
বৃহস্পতিবার সারা দেশের ন্যায় মনোহরগঞ্জে বই বিতরণ উৎসব পালন করা হয়। মনোহরগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল ছাএ-ছাত্রীদের মাঝে বিনামূল্যে এবই বিতরণ করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় মনোহরগঞ্জের আলী নকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও আলী নকিপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, ম্যানিজিং কমিটির সদস্য বৃন্দ সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তি বর্গ। এই বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন আলী নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপ্রতি ও আলী নকিপুর উচ্চ বিদ্যালয়ের সদস্য মোস্তফা কামাল মোহাম্মদ আলী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম মোহাম্মদ ইয়াসিন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন, মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার মুক্তার হোসেন ও প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য তাছলিমা আক্তার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী হাছন আহম্মদ, আবুছায়েদ, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম রিপন, মাসুদ রানা, মহিলা মেম্বার সহ আরো অনেকে। এসময় দুই বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।