চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি:–
চৌদ্দগ্রামে পরিত্যক্ত অবস্থায় তিন বছর বয়সের অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল পৌনে ১১ টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের চানখাঁর দিঘী এলাকা থেকে কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে চানখাঁর দিঘীর পাড় কবরস্থান এলাকায় কাফনের কাপড় মোড়ানো প্রায় তিন বছর বয়সী একটি ছেলে শিশুর লাশ দেখে স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।