মোঃ বেলাল হোসাইন :–
কুমিল্লার চৌদ্দগ্রামে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত এক মহিলাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। আটককৃতরা হলো; ৯ বোতল বিয়ারসহ উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুরের মৃত খলিলুর রহমানের স্ত্রী নুর জাহান বেগম (৩৮), ওয়ারেন্টভুক্ত ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুরের রৌশন আলীর ছেলে কাজল মিয়া (২৮), শুভপুর ইউনিয়নের উনকোটের আলী নোয়াবের ছেলে শফি (৩০), নোয়াখালী সেনবাগ থানার রাজাপুরের মফিজুল হকের ছেলে জহিরুল হক চৌধুরী (২৮), ফেনীর দাগনভূঁইয়া থানার বেতুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাইসুল ইসলাম (৩২)। চৌদ্দগ্রাম থানার এসআই ত্রিনাথ সাহা জানান, পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেনবাগের জহিরুল হক ও দাগনভূঁইয়ার রাইসুল ইসলামের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা শেষে ছেড়ে দেয়া হয়। অন্য তিনজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।