আলমগীর হোসেন,দাউদকান্দি :–
শুক্রবার বিকালে দাউদকান্দি প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার ভেলানগর গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত তিন দিন ধরে প্রচ- শীতে যখন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত তখন দাউদকান্দি উপজেলার ভেলানগর গ্রামে ওই এলাকার গরীবদের মাঝে কম্বল বিতরণ করে দাউদকান্দি প্রেসক্লাবের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক এম.এইচ. মোহন, মোহাম্মদ হানিফ খান, আব্দুর রহমান ঢালী, ডাঃ আঃ মান্নান মোল্লা, মোহাম্মদ আলী শাহীন, মোঃ শামীম রায়হান, কবি মো. আলী আশরাফ খান, কাউসার আহমেদ, মো: আনিসুর রহমান, মো: রুহুল আমিন, জসিম উদ্দিন জয়, বশির আহমেদ, নুরুল আমিন মিয়াজী, মোঃ লিয়াকত হোসেন, দ্বীন ইসলাম রাজু, আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম সরকার ও আব্দুল ওয়াদুদ প্রমুখ।