—-মো. আলী আশরাফ খান
এ দিনটি এলেই-
আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে
এ বিজয় আমার নয়-আমাদের নয়,
অগনিত শকুনের নখের আঁচড়ে
আমার-আমাদের বিজয় ম্লান হয়ে গেছে
সেই কবে তা আজ আর মনে-ই নেই।
এ দিনটি এলেই-
আমার ভীষণ কান্না পায়-আমি ব্যথীত হই
সকলকে ডেকে জানাতে ইচ্ছে করে,
এতোটা বছর পর আমি কি দিতে পেরেছি
আমায় কি দিয়েছে এই বিজয় সোনার হরিণ,
আমি বিজয় বলে কেনো করবো অহংকার?
এ দিনটি এলেই-
আমি বিমর্ষ হয়ে যখন তাকিয়ে দেখি
প্রতিনিয়তই শিশু-বৃদ্ধারা হচ্ছে ধর্ষণের শিকার,
কুকুরের চেয়ে মূল্যহীন নির্মম হত্যাযঞ্জ সংঘটিত হয়
এদেশে অপরাজনীতি কালো থাবায়
তখন আবারও আমি চিৎকার করে বলি,
এ বিজয় আমার নয়-আমাদের নয়।