নাজমুল করিম ফারুক :–
কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দেবিদ্বারের আবু কাউসার অনিককে সভাপতি ও তিতাসের ফরহাদ আহমেদ ফকিরকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ কমিটি অনুমোদন দেন। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন কমিটির অন্যান্য সদস্যের মধ্যে সহ-সভাপতি মুরাদনগরের আল আমিন সরকার ও দাউদকান্দির হালিম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক হোমনার মতিউর রহমান ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক মেঘনার বাহার উদ্দিন বাহার রয়েছে।
উক্ত কমিটি ঘোষণায় তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল পারভেজের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। উক্ত আনন্দ মিছিলে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।