দেবিদ্বার প্রতিনিধি :–
কুমিল্লার দেবিদ্বারে সোমবার সকালে মোঃ আইনুল হক(২৭), মোঃ মোর্শেদ(৩২) ও মোঃ আনোয়ার(২৪)কে মাদক সেবনের দায়ে আর্থিক জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, সোমবার সকােল গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এস আই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে দেবিদ্বার উপজেলার গংগানগর গ্রামের মোঃ নবী মিয়া এর ছেলে মোঃ আইনুল হক(২৭) বি-পাড়া উপজেলার নাল্লা গ্রামের আবুল বাসার এর ছেলে মোঃ মোর্শেদ(৩২) এবং একই গ্রামের মৃত তবদল হোসেন এর ছেলে মোঃ আনোয়ার(২৪)কে জাফরগঞ্জ স্কুলের সামনে হইতে মাদক সেবন করা অবস্থায় হাতে নাতে আটক করে। উল্লেখিত আসামীগণ প্রায় জাফরগঞ্জ এলাকায় গাঁজা সহ বিভিন্ন মাদক সেবন করিয়া এলাকায় অপকর্ম করিয়া আসিতেছে। আসামীগণকে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করিলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দাউদ হোসেন চৌধুরী তাহাদের প্রত্যেক কে নগদ ৫,০০০ টাকা করিয়া ৩জনকে ১৫,০০০ টাকা আর্থিক জরিমানা প্রদান করেন।