মোঃ আবুল কালাম, লাকসাম :–
মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অসির আবরার নামে ওই শিশুটি লাকসাম উপজেলার আজগরা বড়বাম গ্রামের ইসহাক মিয়া সুমনের ছেলে। রোববার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, শিশুটি তার মা সুলতানা বেগমের সাথে নাঙ্গকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে নানার বাড়িতে বেড়াতে। সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।