মো. জাকির হোসেন :–
রোববার সকালে ঢকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ের নিমসার বাজার এলাকায় অবৈধ পাকিং, ফিটনেস বিহীন ও কাগজপত্র ছাড়া বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় রোববার সকাল সাড়ে ১০ টা থেকে বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রাট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা পারভিন। এসময় অবৈধ পাকিং, ফিটনেস বিহীন ও কাগজপত্র ছাড়া ১৯টি যানবাহন আটক করে ৫ হাজার ৮শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ উপস্থিত ছিলেন।