মো. জাকির হোসেন :–
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির মধ্যে হতাশা কাজ করছে, আন্দোলন করতে ব্যর্থ হচ্ছে, বার বার ডাক দিচ্ছে কিন্তু আন্দোলনে সাড়া পাচ্ছে না। সাড়া না পেয়ে রাতের অন্ধকারে বৈঠক করে বিভিন্নভাবে অনেককে সংগঠিত করার পায়তারা করছে।
রোববার ১১টায় কুমিল্লা সেনানিবাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪ লেন প্রকল্পের কাজ পরিদর্শন করতে এসে তিনি একথাগুলি বলেন। তিনি আরো বলেন- সরকারী চাকুরীজীবি যারা তাদের একটি আচরণবিধি আছে। আচরণবিধি লঙ্ঘন করে এই বৈঠকটি যদি তারা বিরোধী দলে থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গেও করতেন, সেটাও আচরণবিধি লঙ্ঘন হতো। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। ইতিমধ্যে মহাসড়কে চার লেন প্রকল্পের কাজ ৯৪ কিলোমিটার সম্পন্ন করা হয়েছে। ২০১৫ সালের মে ও জুন নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী।