মোঃ আক্তার হোসেন :–
রোববার দুপুর কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার জোবেদা খাতুন মহিলা কলেজের সামনে সড়ক পারাপাড়ের সময় চৈতী আক্তার ফাহিমা (৬) নামে এক শিশু কুমিল্লাগামী ‘কুমিল্লা ট্রান্সপোর্ট’র (নং ঢাকা- মেট্রো- ব-১১-১৮১৯) একটি যাত্রীবাহী বাসের চাঁপায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশু চৈতী আক্তার ফাহিমা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের রিক্সা চালক জহিরুল ইসলামের কণ্যা। দেবিদ্বার জোবেদা খাতুন মহিলা কলেজের পেছনে ভাড়া বাসায় থাকত।
পুলিশ ঘাতক বাসটি আটক করলেও নিহতের পরিবার মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এব্যপারে দেবিদ্বার থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে বলে পুলিশ জানায়।