মো. হাবিবুর রহমান :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া ও আকবপুর ইউনিয়নের পান্ডুঘর গ্রাম শনিবার আনুষ্ঠানিক ভাবে বিদ্যুতায়ন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম মহিউদ্দিন মোশাহেদুল্লাহ। অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীন ও সমাজসেবক আবুল হাসেম ভুইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন থানার ওসি নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, আব্দুল হাকিম মাস্টার, ইউপি সচিব সৈয়দ আব্দুল হাকিম, সমাজসেবক জহিরুল হক মুন্সী প্রমুখ। উক্ত বিদ্যুতায়নের ফলে দু’গ্রামের ৪৮০ জন গ্রাহক বিদ্যুতের নতুন সংযোগ পেয়ে আলোকিত হয়।