আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
টানা এগার বছর পর উৎ্সবমুখর পরিবেশে নেতা-র্কমীদের স্বতর্স্ফূত অংশগ্রহণের মাধ্যমে গত শুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাসিরনগর উপজেলা শাখার র্ত্রিবাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এড্যাভোকেট মাহবুবুল আলম খোকন । প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফেরদৌস । সম্মেলনে কাউন্সিলদের মতামতের ভিত্তিতে দ্বিতীয়বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবকে সভাপতি ও আমিনুল ইসলাম বেলায়েতকে সাধারণ সম্পাদক নিবার্চিত হন। জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এড্যাভোকেট মাহবুবুল আলম খোকন এই ফলাফল ঘোষনা করেন।