নিজস্ব প্রতিনিধি :–
দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০ নভেম্বর দুপুর বারটায় উপজেলার ইছাপুর উদ্দীপন আরইউসএমপি-এর আয়োজনে সিআইসি সেন্টার উন্নয়ন সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সাইফুল আলম; প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট কবি কলামিস্ট ও জার্নালিস্ট গিল্ডের সভাপতি মো.আলী আশরাফ খান। বিশেষ অথিতি ছিলেন, ইংলিশ ট্্েরইনার এড. মো: জিয়াউর রহমান ও সাংবাদিক মো: আনিসুর রহমান।
¡শিশুর অনিরাপদ স্থানান্তর এবং স্থানান্তরিত শিশুদের ঝুঁকিমুক্ত রাখার প্রয়াসে দাউদকান্দির বিভিন্ন ইউনিয়ন পরিষদে সিআইসি সেন্টার বিগতদিনে প্রশংসনীয় ভূমিকা রেখেছে এবং এরই ধারাবাহিকতা বজায় রাখতে আরইউসিএমপি’র এই প্রতিষ্ঠানটি সামনের দিনগুলিতে কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে বলে জানান আরইউসিএমপি-এর এরিয়া কো-অডিনেটর ও আজকের সভার সভাপতি মোসা: ফাতেমা খানম। অনুষ্ঠান উপস্থাপনা করেন, এফএফ রাজিমুল আমিন রাজু। উল্লেখ্য যে, আলোচনা সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে এলাকাবাসীদের শিশুদের ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভিডিও ফুটেজ ও নাটিকা প্রদর্শন করা হয়।