আলমগীর হোসেন,দাউদকান্দি :—
আজ রবিবার দাউদকান্দি মডেল থানা পুলিশের উদ্যোগে গৌরীপুর পুলিশ ফাড়ি প্রাঙ্গণে পুলিশের ওপেন হ্উাজ ডে অনুষ্ঠিত হয়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডেতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, মুরাদনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, দাউদকান্দি উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আ’লীগ সভাপতি আবুল হাসেম সরকার, উপজেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক বশিরুল আলম মিয়াজী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়া। এ উপলক্ষে গৌরীপুর বাজারে ঢাকা-হোমনা সড়কে মাদক বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং দরিদ্্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।