আলমগীর হোসেন,দাউদকান্দি :–
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে খুব শিগ্রই এ দেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলের সাথে মিলে মিশে কাজ করতে হবে। তিনি আজ শনিবার দাউদকান্দি উপজেলার নৈয়াইর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন শেষে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে এ কথা বলেন মেজবাহ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন, প্রফেসার ড. আব্দুল মান্না জয়, প্রফেসর ড. নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম সরকার, সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী, মাওঃ মজিবুর রহমান, দুলাল সরদার, জসিম উদ্দিন, রকিব উদ্দিন, ইকতিয়ার মেম্বার প্রমূখ।