কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লা টাউন হল মাঠে খালেদার জনসভাস্থলে আসার পথে সরকারদলীয় সমর্থকদের সঙ্গে বিএনপি-জামায়াতকর্মীদের সংঘর্ষে জোটের ৬ নেতাকর্মী আহত হয়েছেন।
জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা এলাকায় শনিবার সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, উপজেলা বিএনপিসহ জোটের নেতাকর্মীরা জনসভায় আসার পথে স্থানীয় আওয়ামী লীগ এবং যুবলীগকর্মীরা তাদের বাধা দেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে উভয় দলের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বাকই ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী কামরুলসহ জোটের অন্তত ৬ নেতাকর্মী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।