আলমগীর হোসেন,দাউদকান্দি :–
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে সড়ক দুঘর্টনার কবলে পড়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।
শুক্রবার রাত ১০টায় ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর কলেজের সামনে কুমিল্লাগামী একটি ট্রাকের সাথে তার গাড়িটির সংঘর্ষ হয়। এতে তার বহনকারী গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১৩-৮৬৭৭) ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি এবং তার স্ত্রী আংশকামুক্ত রয়েছেন। দুঘর্টনার পর তিনি এবং তার স্ত্রী গৌরীপুর বাসষ্ট্র্যান্ডে দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চেয়ারম্যানের বাস ভবনে অবস্থান করেন। রাত ১০টা ৩৫ মিনিটে বরকত উল্লাহ বুলু গৌরীপুর ত্যাগ করে কুমিল্লার উদ্যোশে রত্তনা হয়। ট্রাক ও চালককে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ আটক করেছে। এসময় দাউদকান্দি উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।