এ,এইচ,এম আবুল খায়ের :—
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউপির দৌলখাড় গ্রামে ডাকাতিয়া নদীর শাখার উপর মানুষ চলাচলের একটি মাত্র ব্রীজ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। ব্রীজটির উপর দিয়ে দৌলখাড়, ঢালুয়া ও নাঙ্গলকোট উপজেলাসহ দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত, স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন শত শত লোক যানবাহনে কম সময়ের মধে যাতায়াত করে থাকে। অসংখ্য সিএনজি, ভ্যান, টাক্টর ও মাইক্রবাস চলাচল করে অত্যন্ত ঝুকির মধ্য দিয়ে। যার ফলে বড় ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে। এলাকার সচেতন ব্যক্তিরা জানান, প্রতিদিন ব্রীজটির উপর দিয়ে আশেপাশের গ্রামসহ বিভিন্ন উপজেলার লোকজন ঝুঁকির মধ্য দিয়ে যানবাহনে চলাচল করে। ব্রীজটি দ্রুত সময়ের মধ্যে মেরামত না করলে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে। তারা আরো জানান, আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের বিষয়টি জানালে তারা বলেন,এটি মন্ত্রীকে অবহিত করা হয়েছে। ট্যান্ডার হলে কাজ করা হবে।