মো. জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় শুক্রবার বিকেলে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক ফেরিওয়ালা নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল সোয়া ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এশিয়া লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস সম্পাপড়ী বিক্রেতা এক ফেরিওয়ালাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত ব্যাক্তির নাম মোঃ ছিদ্দিক মিয়া (৬০), তার বাড়ী মুরাদনগর উপজেলার মানিককান্দি গ্রামে।