ওমর ফারুকী তাপস :–
মহান ম্বাধীনতা যুদ্ধে কুমিল্লার প্রথম মুক্তাঞ্চল দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার প্রথম মুক্তাঞ্চল পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ। অনুষ্ঠানের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন,কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘী এলাকায় ১৯৭১ সালের ২৮ নভেম্বর পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে পরাজিত করে দখল করেছিল চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘী অঞ্চল। কিন্তু প্রথম মুক্তাঞ্চলে আজো কোন স্মৃতি সৌধ নির্মিত হয়নি। দিবসটি স্মরণে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জহিরুল ইসলাম সেলিম,অধ্যক্ষ আলকাসুর রহমান কোকা,বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম,মুক্তিযোদ্ধা কায়সুল ইসলাম সেলিম,মুক্তিযোদ্ধা আবদুল মমিন,সাংবাদিক ওমর ফারুকী তাপস,সাংবাদিক দেলোয়ার হোসেন জাকিরসহ আরো অনেকে। বক্তারা অবিলম্বে জগন্নাথ দিঘী ডাক বাংলো এলাকায় একটি মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ নির্মানের দাবী জানায়।