মোঃ বেলাল হোসাইন :—
চৌদ্দগ্রামে কারামুক্ত শিবির নেতা মাছুম বিল্লাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা জামায়াত শিবির। সে চৌদ্দগ্রাম পৌরসভা শিবিরের ৫ নং ওয়ার্ডের সভাপতি। বুধবার সন্ধায় তার জামিনের পর তাৎক্ষনিকভাবে কুমিল্লায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দ. জেলার সেক্রেটারী আমজাদ হোসাইন রুমন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দ. জেলা শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল কাইউম মানিক, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর জনাব মাহফুজুর রহমান, উপজেলা জামায়াত নেতা ইকবাল হোসেন লিটন প্রমুখ।
উল্লেখ্য মাছুম বিল্লাহকে চলতি মাসে কামরুজ্জামানের মামলায় রায় পরবর্তী ককটেল বিষ্পোরন মামলায় আসামী দেখিয়ে চৌদ্দগ্রাম বাজার থেকে তার এক সহযোগী সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে উক্ত মামলায় আসামী দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়।