এ,এইচ,এম আবুল খায়ের :–
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের হাজী আলী মিয়া টাওয়ারে বৃহস্পতিবার ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এন.সি.সি) ব্যাংকের ১০২তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নুরুন নেওয়াজ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম মাঈন উদ্দিন মোমেন, কর্পোরেটভিসিন এর প্রধান এ.জেড.এম সালেহ, মানবসম্পদ বিভাগের পরিচালক ওয়াহিদুর রহমান, সাবেক ছাত্র নেতা ও সমাজ সেবক ভিপি হুমায়ন কবির, নাঙ্গলকোট বাজার কমিটির সভাপতি নুরুল আফসার নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের, অধ্যক্ষ আবু ইউছুপ, ব্যবসায়ী নুরুল আমিন জসিম, নাঙ্গলকোট শাখার ম্যানেজার নুরুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ব্যাংকের বিভিন্ন সাফল্যের কথা উপস্থিত অতিথিদের মাঝে তুলে ধরেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজসেবক, সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।