ঢাকা :–
অল্প রানে বেধে বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয়ে রেকর্ড গড়লো টাইগাররা।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী দলকে নাস্তানাবুদ করে সিরিজ জয় করলো বাংলাদেশ। ক্রিকেট ইতিহারে জিম্বাবুয়েকে কম রানে হারানোর প্রথম রেকর্ড অর্জন করলো মাশরাফির দল।
বছরের শেষে হলেও জিম্বাবুয়ের সিরিজ জয়ের আনন্দে ভাসার অপেক্ষায় টাইগার সমর্থকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৫৮ রান।হাতে আছে মাত্র একটি উইকেট। টপ অর্ডারের ব্যাটসমানদের আউট করে জয় নিশ্চিত করেছে মাশরাফি বাহিনী। সফরকারী দলের পক্ষে একমাত্র চিগাম্বুরা অনেক্ষন ক্রিজে টিকে আছেন।
বুধবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। তামিম-বিজয়ের শতরানের জুটির ওপর নির্ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে ১২১ রানের পার্টনারশীপ গড়েন তামিম ও বিজয়। তামিম ব্যক্তিগত ৪০ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। এনামুল হক বিজয় ব্যক্তিগত রান ৯৫ করেন। পরে ৪৮ বলে ৭২ রানের মুশফিক-সাকিব জুটি বাংলাদেশকে মজবুত ভিত গড়ে দেয়। সাকিব ৩৩ বলে ৪০ রান ও মুশফিক ২২ বলে ৩৩ রান করেন। মুমিনুল করেন ১৫ রান। মাহমুদুল্লাহ ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। পিঞ্চ হিটার সাব্বির করেন ১৩ বলে ২২ রান।
জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা নেন ২টি উইকেট। এছাড়াও মাসাকাদজা, মাদজিবা ও কামুনগজি একটি করে উইকেট পান।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। আবারও সেই মাশরাফি ঝড়। দলীয় ৯ রানে মাথায় সিবান্দাকে ফেরান তিনি। এরপর ২২ রানে মাসাকাদজাও মাশরাফির শিকারে পরিণত হন। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে
থাকা জিম্বাবুয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১১৯ রান।