মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ–
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বুধবার বিকেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে বৈঠক অনুষ্ঠিত হয়।
সমাজে নারীর ক্ষমতা ও সচেতনা বৃদ্ধিতে নারীদের ভূমিকা নিয়ে সভায় বক্তৃতা করেন জাতীয় মহিলা সংস্থা দেবিদ্বার উপজেলা শাখার চেয়ারম্যান শিরিন সুলতানা, রিসোর্স পার্সন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, সুলতানপুর ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, তথ্য সহকারি নাসরিন আক্তার, সমাজ সেবক সফিকুল ইসলাম, সুলতানপুর ইউপি মহিলালীগ সভাপতি কামরুন্নাহার জুয়েল প্রমুখ।