সাধন সাহা জয়: নবীনগর :–
নবীনগর শহরের চেয়ে বিভিন্ন গ্রামের ভিতরে দিনের পর দিন পারিবারিক কলহের জেরে আত্মহত্যার প্রবনতা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার ফলে, প্রায় গ্রামের মানূষ এখন চিন্তায় অস্থির।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার প্রায় ১০ দিনের ব্যবধানে ১২জন কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এর মধ্যে ২জনের মৃত্যু হয়েছে। তবে বাকিরা আশঙ্কামুক্ত নন। এর মধ্যে মঙ্গলবার রাতে ছেলের সাথে অভিমান করে আলীয়াবাদ গ্রামের শাজাহান মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৩৫) চাউলে দেয়ার বিষটোপ পান করে।
পরিবারের লোকজন দ্রুত নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার দ্রুত কুমিল্লায় প্রেরণ করেন। কুমিল্লা নেওয়ার পথের মধ্যই সে মারা যায়। অপরদিকে রসুল্লাবাদ গ্রামের স্বামীর সাথে অভিমান করে মা ও মেয়ে (ফস্টসিল ট্যাবলেট) চাউলে দেয়ার বিষটোপ খেলে মা শিউলি আক্তার (২৭) মারা যায় ও তার মেয়ে শিশির (৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও গত ৫দিনে উপজেলার জল্লা গ্রামের খলিল মিয়ার মেয়ে আসিয়া (৩০), বাশারুক গ্রামের কাশেম মিয়ার ছেলে জাবেদ (২৮), চিত্রী গ্রামের সামাদ মিয়ার ছেলে ইকবাল (২০), খাগাতুয়া গ্রামের কবির মিয়ার স্ত্রী নয়ন মনি (২৫), জুলাইপাড়া গ্রামের আরিফ মিয়ার স্ত্রী হাফেজা বেগম (৩০), গাছতলা গ্রামের আনিছ মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৫০), নারায়নপুর গ্রামের হানিফ খানের স্ত্রী সাহানাজ (৪০), বাঙ্গরা গ্রামের নান্নু মিয়ার ছেলে রুবেল (২৮) বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।