আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দির মালাখালা গ্রামে ডাকাতদের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। এসময় এলাকাবাসী ১ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের মালাখালা গ্রামের ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানের বাড়ীতে ৬/৭ জন ডাকাত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে স্বর্ণলংকার,টাকা ও অন্যন্য মালামাল ছিনতাই করে। এসময় বাড়ির মালিক তাদের ঝাপটে ধরলে ডাকাতদল তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে আহত করে। এসময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়। এসময় ১ ডাকাততে আটক করে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। আহত ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।