নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসের ১৬ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চলছে ক্ষুদে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা। সোমবার উপজেলার মজিদপুর (পূর্ব) সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে দেখা যায় বাহির থেকে কেন্দ্রের ভেতর বহিরাগতরা নকল সরবরাহ দিচ্ছে। কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, কেন্দ্রে অধিকাংশ পরীক্ষার্থীই নকল করে লিখছে আর কর্মরত শিক্ষকরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। অর্থ্যাৎ তাদের লেখাপড়া শিখানোর ব্যর্থতার দায় এড়াচ্ছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার কামাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি যতগুলো কেন্দ্র ঘুরেছি কোথাও কোন অনিয়ম দেখা যায়নি।