সাধন সাহা জয়: নবীনগর :—
সারাদেশের ন্যায় রবিবার হতে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমীক সমাপনী, পিএসসি।
হরতালের কারনে দুদুবার পেছানোর পর শুরু হয় জেএসসি এবং জেডিসি পরীক্ষা। হরতালের ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার বন্ধের দিনেও পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
তাই এ শংখ্যক মাথায় নিয়েই শুরু হচ্ছে প্রাথমিক সমাপনি পরীক্ষা। যে কারনে খুদে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উদ্বেক উৎকন্ঠার মধ্যে আছেন।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ২৮টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার খুদে শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশ গ্রহন করার কথা থাকলেও খোজ নিয়ে যানাযায় প্রাথমিক ও মাদ্রাসার ৫৯২ জন সহ ১২৪০৮ জন পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে ইংরেজি পরীক্ষার প্রথম দিনেই প্রাথমিকের ১৬৮ জন ও মাদ্রাসার ১১৪ জন শিক্ষার্থী সহ ২৮২ জন অনুপস্থিত রয়েছে।
সরজমিনে দেখা যায়, ভোলাচং, ইব্রাহিমপুর, শ্যমগ্রাম, নবীপুর কেন্দ্রে শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে পরীক্ষা দিচ্ছে। তবে প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে বলে জানায় কয়েকজন শিক্ষার্থীরা। অভিভাবকরাও এ নিয়ে শঙ্কায় রয়েছেন।
নবীনগর উপজেলার ভোলাচং উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচীব ও প্রধান শিক্ষক মো: গিয়াস উদ্দিন বলেন, প্রশ্ন মোটামোটি ভালই হয়েছে। আশা করি শিক্ষার্থীরা পুরো প্রশ্নেরই উত্তর দিতে পারবে। তবে ২৩ নভেম্বর ইংরেজী পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হওয়া প্রাথমিক সমাপনী এ পরীক্ষা ৩০ নভেম্বর গণিত পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে।