নাজমুল করিম ফারুক :—
আওয়ামী সরকার দেশকে বাকশালের বাক্সে বন্দি করা চেষ্টা করছেন। কিন্তু জনগণই এর প্রতিহত করবে। শনিবার আগামী ২৯ নভেম্বর কুমিল্লার টাউন হল মাঠে ২০ দলীয় জোটের ডাকা মহাসমাবেশকে সফল করার লক্ষে কুমিল্লা-২ আসনের তিতাস উপজেলা বিএনপি উদ্যোগে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক কৃষিমন্ত্রী এমকে আনোয়ার একথা বলেন। তিনি আরো বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরাম্ভ করে সর্বক্ষেত্রে আওয়ামী সন্ত্রাসী ভরে গেছে। ফলে প্রাধান্য বিস্তার নিয়ে নিজেরা নিজেরাই খুনা খুনিতে জড়িয়ে পড়ছে। যার কারণে দেশের সর্বত্রে এক রাজনৈতিক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিতাস উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন সরকার, সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, আলী হোসেন মোল্লা, ছাদির মোল্লা, নজরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাদু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ হানিফ, ছাত্রদলের সভাপতি মনির হোসেন ভূঁইয়া প্রমূখ।