তিতাসে ৯ মাসে ঝড়ে পড়েছে ২৩২ জন ক্ষুদ্রে শিক্ষার্থী

নাজমুল করিম ফারুক :–

কুমিল্লার তিতাসে পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১৬টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। প্রথম দিনের ইংরেজী পরীক্ষার পরিসংখ্যান থেকে জানা যায়, গত মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত শুধু পঞ্চম শ্রেণী থেকে ঝড়ে পড়েছে ২৮১ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৪৯ জন বেশি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৬টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত মার্চ মাসের ডিআরভূক্ত তালিকা মতে প্রাথমিক বিদ্যালয় থেকে ৪৬৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও এর মধ্যে ২১৯ জন ও ইবতেদায়ী শাখায় ৫৪৩ জনের মধ্যে ৬২ জন অনুপস্থিত রয়েছে। যা গত বছর ছিল প্রাথমিক বিদ্যালয় শাখায় ৪১০৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৭০ জন ও ইবতেদায়ী শাখায় ৫০৯ জনের মধ্যে ৬২ জন।
পরিসংখ্যানে দেখা যায়, উপজেলার চরকুমারীয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৫৭ জনের মধ্যে ২৭ জন, জগতপুর (পূর্ব) সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৯৪ জনের মধ্যে ১৮ জন, কালাইগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৮৮ জনের মধ্যে ২১ জন, বন্দরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬৪ জনের মধ্যে ১০ জন, কড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮০ জনের মধ্যে ১০ জন, মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩৫ জনের মধ্যে ৪৯ জন, ইসলামাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫৮ জনের মধ্যে ১৮ জন, কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩৮ জনের মধ্যে ৫ জন, নারান্দিয়া (উত্তর) সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪২ জনের মধ্যে ১৮ জন, জিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৪ জনের মধ্যে ১৩ জন, গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৮ জনের মধ্যে ১২ জন, মজিদপুর (পূর্ব) সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২২ জনের মধ্যে ২৪ জন, লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬১ জনের মধ্যে ৮ জন, দড়িগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০৫ জনের মধ্যে ২৮ জন অনুপস্থিত রয়েছে। বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৫ জনের মধ্যে ৩ জন এবং গাজীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৮ জনের মধ্যে ১৭ জন অনুপস্থিত রয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply