মোঃ আলাউদ্দিন, নাঙ্গলকোট ;–
কুমিল্লার নাঙ্গলকোটে জুয়ার বিরুদ্ধে নালিশ করায় এক পরিবারের বাড়িঘরে হামলা চালিয়েছে রিপন এক ডাকাত ও তার সঙ্গীরা।
রবিবার সকালে উপজেলার আদ্রা ইউপির লুদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা গেছে, ওই গ্রামের মৃত বগু মিয়ার ছেলে আবুল বশার একজন নিরীহ কৃষক। একই গ্রামের সাঈদ মিয়ার ছেলে অপু দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর, মাদক সেবন, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। গত শুক্রবার স্থানীয় জামে মসজিদে জুম্মার নামাজের সময় আবুল বাশার অপুর এসব কর্মকান্ডের কথা গ্রামবাসীর নিকট নালিশ করে এর প্রতিকার চায়। এতে ক্ষিপ্ত হয়ে অপু ও তার সঙ্গীরা মিলে বাশারকে হত্যার উদ্দ্যেশে তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাড়িঘরে হামলা চালায়। এসময় বাশারের পরিবারের লোকজন পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। আবুল বাশার জানিয়েছে এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।