বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:—
চৌদ্দগ্রামে মাদক সেবনের দায়ে আট যুবকের ষোল হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার এবং জরিমানা আদায় করা হয়। দন্ডিরা হলেন; ফেনী সদর উপজেলার ফরহাদনগরের বেছু মিয়ার ছেলে দুলাল মিয়া, আবুল কালামের ছেলে জাফর, আবদুল মালেকের ছেলে সোহেল, ফাজিলপুরের আবদুর রবের ছেলে রহিম, নুর আহমদের ছেলে মঞ্জুর আলম, ধর্মপুরের ফয়েজ আহমদের ছেলে মিজানুর রহমান, ছোট ধলিয়ার সোলেমানের ছেলে আরমান হোসেন ও দাগনভূঁইয়ার দক্ষিণ যশপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সামছুদ্দিন মোঃ ইলিয়াছ জানান, শুক্রবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদক সেবনকালে আট যুবককে আটক করা হয়। শনিবার দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবময় দেওয়ান তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ষোল হাজার টাকা জরিমানা করেন।