আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর :–
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে নাসিরনগর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া, কমিটির সদস্য ও ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী, প্রধান শিক্ষক এবিএম সালেম, প্রধান শিক্ষক মশিউর রহমান খান, কমিটির সদস্য নয়ন মনি,নাজমাা আক্তার,দেবী রানীধর,মোয়াজ্জাম হোসাইন,বিদায়ী শিক্ষার্থী ইফপ্রাত সাবিহা,আনিকা তাসমিম,ওসমান গনি প্রমূখ। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।