সাধন সাহা জয়: নবীনগর :–
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় অবশেষে নবীনগর পৌর সদরের ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৭ কোটি টাকা ব্যায়ে ৫০ শয্যা উন্নীতকরণের প্রায় সাড়ে ৩ বছর পর শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল উদ্ভোধন করেন।
সরজমিনে গিয়ে যানাযায়, বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ সকলস্তরের জনগন বলেন এই ফাটল স্বাস্থ্য কমপ্লেক্স উদ্ভোধন করলো জাতীয় সংসদ সদস্য বাদল সাহেব ছিছি এটা কি করে সম্বভ হলো, আর কিছুদিন পর হঠাৎ ভেঙ্গে যেতে পারে স্বাস্থ কমপ্লেক্সের যেকোন রুম। বিভিন্ন রুমের ফাটল, জানালার গ্লাস, এসির মধ্যে পাখীর বাসা সহ স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি ঝুকি হয়ে পড়েছে অথচ শেষ পর্যন্ত চালাকি করে উদ্ভোধন করালেন।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাদেক মিয়ার সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, মেয়র মাঈন উদ্দিন মাইনু, উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন প্রমুখ।
এ সময় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ সকলস্তরের জনগন উপস্থিত ছিলেন।