নাসিরনগরে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীর বাড়িতে ডাকাতি

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–

গত বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কোয়রপুর গ্রামের শঙ্কর বিশ্বাসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নগদ ৩০ হাজার টাকা, সাড়ে তিনভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী শঙ্কর বিশ্বাস জানান, রাত দেড়টার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল গাছের গুড়ি দিয়ে ধাক্কা মেরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুটে নেয়। খবর পেয়ে নাসিরনগর থানার এস.আই মো. মহিউদ্দিন সুমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply