সাধন সাহা জয়, নবীনগর :–
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মেয়ে সোনিয়া পরের জমিতে পিতার সঙ্গে কাজ করার পাশাপাশি লেখাপড়া করে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে।
এ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী সোনিয়া কে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সে কৃষ্ণনগর গ্রামের কৃষক আবদুল কাশেম ও মা গৃহিণী বকুল বেগমের কন্যা। ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে সে সবার বড়।
বৃহস্পতিবার নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আর্থিক সহায়তার নগদ ২৫ হাজার টাকা তার হাতে তুলে দেন সাবেক সংসদ সদস্য কেন্দীয় জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শ্হা জিকরুল আহম্মেদ খোকন।
এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপিকা শোক্লা রানী ভট্টাচার্য, সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী, নুরে আলম বিপ্লব , শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, খান জাহান আলী চৌধুরী, সাধন সাহা জয় সহ কলেজের শিক্ষক ও ছাত্রীবৃন্দ।