মোঃ আক্তার হোসেন :–
শুক্রবার বিকালে কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনী এলাকার ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা-সচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু।
ওই সময় গণসংযোগে সাথে ছিলেন জাতীয় পার্টি দেবিদ্বার উপজেলার আহবায়ক ডা. ফিরোজ আহম্মেদ, মুরাদনগর উপজেলার সভাপতি হুসাইন মোহাম্মদ আক্তার, জাতীয় ছাত্র সমাজের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, জাতীয় পার্টি দেবিদ্বার পৌর আহবায়ক মোছলেহ উদ্দিন মোল্লা, উপজেলা যুব সংহতীর আহবায়ক মোঃ আবুল কাশেম, যুগ্ম আহবায় মজিবুর রহমান, মোঃ জালাল উদ্দিন ও আলেক মেম্বার প্রমুখ।
এর আগে বাদজুম্মা জাতীয় পার্টি দেবিদ্বার উপজেলার সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন এর জানাযা নামাজে অংশ গ্রহন করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।