মোঃ আলাউদ্দিন, নাঙ্গলকোট :–
কুমিল্লার নাঙ্গলকোটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানাযায়, উপজেলার শ্রীহাস্য গ্রামের সিরাজুল হকের মেয়ে হাছিনা আক্তারের সাথে ৭ বছর পূর্বে গোত্রশাল মুক্তি বাড়ীর আবুল হাসেমের ছেলে কামরুজ্জামান জীবনের সাথে ইসলামী শরীয়াহ মতে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের আশিক নামের ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জীবন হাছিনাকে মারধর করে গলা চেপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পিতা সিরাজুল হক অভিযোগ করে বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর জেনেছি তার স্বামী একজন উশৃঙ্খল ব্যক্তি। ইতিপূর্বেও সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে গিয়েছে। বিয়ের সময় ১ লক্ষ টাকা যেীতুক দিয়েছি। পরেও সাধ্যমত টাকা দিতাম। নিহতের পরিবারের দাবী হাছিনাকে হত্যা করা হয়েছে। পূর্বেও কয়েকবার আমার মেয়েকে নির্যাতন করা হয়েছিল। আমি মেয়ে হত্যার বিচার চাই। গতকাল শুক্রবার নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লায় মর্গে পাঠিয়েছি। রিপোর্ট অনুযায়ী দোসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।