চৌদ্দগ্রাম প্রতিনিধি :–
চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানের উদ্যোগে বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিছন্নতা অভিযান চালানো হয়। এসময় তিনি হাসপাতালের সামনের মাঠে গাছের পাতা কুড়ানো, দেয়ালে লাগানো বিভিন্ন পোষ্টার তুলে ফেলেন। পরে ডাক্তারদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং নিজ কক্ষ অপরিষ্কার থাকার কারনে ডাক্তার শহিদুল ইসলাম খান স্বপন ও মেডিকেল টেকনোলজি দন্ত আবদুর রাজ্জাককে ভৎসনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা: মনিরুল ইসলাম চৌধুরী মিলনসহ হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মুহুরী, ইদ্রিস মিয়াজী ও সাংবাদিক আবদুল জলিল রিপন প্রমুখ। পরে হাসপাতালের চারপাশ পরিষ্কার করার জন্য বৃহস্পতিবার পৌরসভার পক্ষ থেকে চারজন শ্রমিক দেয়ার ঘোষণা দেন মেয়র মিজানুর রহমান।