পুলিশ জনগন এক হয়ে কাজ করলে সমাজে আর অপরাধ থাকবে না—অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর

মো. জাকির হোসেন :–

মাদক এখন সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। মাদকের বিরুদ্ধে কোন আপোষ করা যাবে না। পুলিশ জনগন এক হয়ে কাজ করলে সমাজে আর অপরাধ থাকবে না। জনগনের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সব অপরাধ বন্ধ করা সম্ভব না। তাই পুলিশ ও জনগনকে একত্রিত হয়ে মাদক, জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সোমবার কুমিল্লার বুড়িচং থানা পুলিশের আয়োজনে থানা গোলঘর মিলনায়তরে অনুষ্ঠিত পুলিশের ওপেন হাউজ-ডে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন বিষয়ক উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক কথাগুলি বলেন। বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও এস আই আজিমের পরিচালনায় বক্তব্য রাখেন বুড়িচং সদর বাজার কমিটির সেক্রেটারী কামাল হোসেন, প্রধান শিক্ষক আবদুর রশিদ, সুপার সফিকুর রহমান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিষ্ণু কুমার ভট্টাচার্য, সদর ইউপি সদস্য নসু মিয়া, সাংবাদিক আবদুল মোমেন, সিএনজি পরিচালনা সমিতির সেক্রেটারী আবু তাহের, প্রধান শিক্ষক মিজানুর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী আলী আকবর, এস আই কাঞ্চন, এস আই জাকির হোসেন, এস আই মনিরুজ্জামান, এস আই তৈহিদুর রহমান, এ এস আই রাহিম, এ এস আই কামাল হোসেন। এছাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি সদস্য, ইমামগন উপস্থিত ছিলেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply