মোঃ আলাউদ্দিন, নাঙ্গলকোট :–
আগেরকার দিনে শহর-বন্দরে ঢের চোখে পড়তো ঘোড়ার গাড়ি। রাজা-বাদশা বা ধনাঢ্য ব্যক্তিদের বিয়ে বা জন্ম দিনে অথবা আত্মীয়-স্বজননদের বাড়িতে বেড়াতে আসা-যাওয়ায় ব্যবহার হতো এই ঘোড়ার গাড়ি। ক্রমান্বয়ে বিভিন্ন রকমের যানবাহনের প্রচলন হওয়ার কারণে এখন আর গ্রাম-গঞ্জে এই ঘোড়ার গাড়ি চোখে পড়েনা। শহরে গুটি কয়েক ঘোড়ার গাড়ি থাকলেও ভাড়া সাধারণ মানুষের নাগালের বাহিরে। গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোটের এক ধনাঢ্য ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠানে ঢাকা থেকে আনা হয় এই ঘোড়ার গাড়ি। গ্রামাঞ্চলে বিয়ের অনুষ্ঠানে বর এবং কনেকে বহনকারী ঘোড়ার গাড়ি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। দূর্ঘটনা এড়াতে বর্তমান যুগে অন্যান্য যানবাহনের চেয়ে এই ঘোড়ার গাড়ি অত্যন্ত নিরাপদ বলে মনে করেন অনেকেই।