সাধন সাহা জয়: নবীনগর :–
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে শনিবার রাতে এএসআই পেয়ার আহম্মেদের নেতৃত্বে এক দল থানা পুলিশ মোট ১৩ জন কে গ্রেফতার করে।
পুলিশ সূএে জানা যায়, গোপন সংবাদের বিতৃত্বে নবীনগর উপজেলার জিনুতপুর ইউনিয়নের ফতেপুর এলাকা থেকে দেড় কেজি গাঁজা আসামিদের কাছ থেকে উদ্দার করা হয়।
গ্রেফতার কৃতরা হচ্ছে নবীনগর পশ্চিম পাড়ার শেখ হালিমের ছেলে মিজান(২২), বগডহর গ্রামের দেওয়ান মিয়ার ছেলে বিল্লাল হোসেন(২৫), পাহাড়া কান্দি গ্রামের সরু মিয়ার ছেলে ওসমান খাঁ(২৫), আহম্মদপুর গ্রামের উত্তর পাড়ার সামসু মিয়ার ছেলে সালাউদ্দীন(৩২), কড়ইবাড়ি গ্রামের পশ্চিম পাড়ার মোতালেব মিয়ার ছেলে জামাল মিয়া(২৫), সোলেমান মিয়া ছেলে হানিফ(৪৪), বাড়িখোলা গ্রামের মধ্য পাড়ার ফোরকান মিয়ার ছেলে আবু সাহেব মিয়া(৫৫), হাতীপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে শহকত হেসেন(৩৮), নবীনগর চরলাপাং গ্রামের মোসলেম মিয়ার ছেলে গনি মিয়া(৩৮), একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে শুক্কুর খান(২৫), অর্থদন্ড প্রাপ্ত নবীনগর মাঝিকাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে মো: রাসেল(২২), তাজুল ইসলামের ছেলে মো: সাজেদুল ইসলাম(২৮),নতুন শ্রীরামপুর গ্রামের আ: দুলাল মিয়ার ছেলে মো: ফয়েজ উদ্দীন(২৮)।
নবীনগর থানার এএসআই পেয়ার আহম্মেদ বলেন, পৌর শহরের বিভিন্ন মামলার গ্রেফতার কৃত আসামি সহ তিনজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ (৫) হাজার টাকা জরিমানা এবং বাকি ১০জনকে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।