চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি:
আগামী ২৯ নভেম্বর ২০ দলীয় জোটের সমাবেশ সফল করতে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এতে প্রধান অতিথি থাকবেন জোট নেত্রী বেগম খালেদা জিয়া। সমাবেশে লোক সমাগম বেশি করতে জামায়াতের উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীদের সাথে একের পর এক মতবিনিময় সভা চলছে। গত দুই দিনে অন্তত পাঁচটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৃথকভাবে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমীর সাহাব উদ্দিন, সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, পৌর আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা প্রচার সম্পাদক বেলাল হোসাইন।