চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি:–
চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নছিমন-করিমন চালানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত ১০ চালকের সাত হাজার সাতশত টাকা জরিমানা করেছেন। ওই চালকরা হলেন; উজিরপুর ইউনিয়নের বালুধুম গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে আবুল কালাম, মিয়াবাজারের ফুল মিয়ার ছেলে মোস্তফা, জামমুড়া গ্রামের সোনা মিয়ার ছেলে হারুন অর রশিদ, কালিকাপুর ইউনিয়নের ঘাসিগ্রামের শফিউল্যাহর ছেলে আলমগীর, কাশিপুর গ্রামের মৃত হাজী মনু মিয়ার ছেলে মনির আহমদ, জগমোহনপুর গ্রামের মোখেলজ মিয়ার ছেলে মীর হোসেন, শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবদুল হকের ছেলে ছালেহ আহমদ, আবদুল মন্নানের ছেলে হেলাল, কুমিল্লা সদর দক্ষিণের বাগমারা গ্রামের সিরাজ মিয়ার ছেলে গোলাম হোসেন, হোমনা নিলিখি গ্রামের জাবেদ আলীর ছেলে আবদুল ওয়াজেদ। রোববার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ অভিযান পরিচালনা করেন।